বুড়িচংয়ে ঢাকা থেকে আসা এক জন মহিলা পজেটিভ
বুড়িচং উপজেলায় নমুনা পরীক্ষায় একজন গৃহিনীর রেজাল্ট পজেটিভ এসেছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ৭ সদস্যসহ বাড়ীটি লকডাউন করে ১৪ দিনের খাবার ও ঔষধ দিয়ে আসেন।
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বালিখাড়া গ্রামের মোঃ নাসির উদ্দিন ঢাকায় চাকুরীর সুবাদে পরিবার নিয়ে বসবাস করতেন।
গত কয়েক দিন পূর্বে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বাড়ীতে আসেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেন। মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে মোঃ নাসির উদ্দিনের স্ত্রী সাফিয়া আক্তার (২৪) রেজাল্ট পজেটিভ আসে।
মঙ্গলবার দুপুরে উপজেলার নিবার্হী কর্মকর্তা ইমরুল হাসান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, পিপিএম, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফায়েজ আহাম্মেদ, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু এবং স্থানীয় ষোলনল ইউপি চেয়ারম্যার মোঃ সিরাজুল ইসলাম বালিখাড়া গ্রামের ওই বাড়ীতে গিয়ে ৭ সদস্যসহ বাড়ীটি লকডাউন করে দেন। উপজেলার নিবার্হী কর্মকর্তা ইমরুল হাসান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, পিপিএম, লকডাউনকৃত বাড়ীর সকল সদস্যদের ১৪ দিনের খাবার ও ঔষধ দিয়ে আসেন।