কুমিল্লার দেবিদ্বারে ওসি’র হস্তক্ষেপে বেতন পেল ২৮৬ শ্রমিক

কুমিল্লার দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ারের হস্তক্ষেপে এক মাসের বেতন পেল হাবিবুর রহমান টেক্সটাইল মিলের ২৮৬ শ্রমিক।

বুধবার বিকেলে ওই উপজেলার আজিমনগরে বকেয়া বেতনের দাবিতে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসি জহিরুল আনোয়ার। ওইদিন বিকেলে তার অনুরোধে শ্রমিকদের বেতন পরিশোধে রাজি হন হাবিবুর রহমান টেক্সটাইল মিলের মালিক রওশন আরা বেগম। বৃহস্পতিবার সকালে ২৮৬ জন শ্রমিকের এক মাসের বেতন হিসেবে ১২ লাখ টাকা দেন তিনি।

শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন। অনেকের ঘরে খাবার ছিল না। মালিকপক্ষকে সময়মতো বেতন দিতে বারবার অনুরোধ করা হলেও তারা নানান তালবাহানা করছিলেন। ওসি জহিরুল আনোয়ারের হস্তক্ষেপে প্রতিষ্ঠানের সব শ্রমিক মার্চ মাসের বেতন পেয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছিল হাবিবুর রহমান টেক্সটাইল মিলের শ্রমিকরা। বেতন না পেয়ে পরিবার নিয়ে খাবার সংকটে ভুগছিল তারা।

ওসি আরো জানান, মালিকপক্ষকে বুঝিয়ে আপাতত এক মাসের বেতন ব্যবস্থা করা হয়েছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে বসে দীর্ঘ সমাধানের উদ্যোগ নেয়া হবে।

সূত্রঃ ডেইলি বাংলাদেশ

আরো পড়ুন