এমপি বাহারের খাদ্য উপহার পেলেন শুভপুরের দুইশত পরিবার
কুমিল্লায় করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া কুমিল্লা নগরীর ৬নং ওয়ার্ড শুভপুরের দুইশত পরিবারের মাঝে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
মঙ্গলাবার সকালে শুভপুর ঈদগাহে করোনা প্রাদুর্ভাবের কারনে কুমিল্লায় কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোর মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মধ্যবিত্তদের খোঁজ রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তালিকা তৈরি করে নিজ দলীয় কর্মীদের মাধ্যমে প্রতিদিন এ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন এমপি বাহার।
আয় রোজগার না থাকা এসকল মানুষরা খাদ্য সহায়তা পেয়ে অনেক আনন্দিত। প্রতি প্যাকেটে চাল, ডাল, তৈল, আটা, আলু, পেয়াজ ও মাস্ক দিচ্ছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ ছাড়াও এসএমএস ও টেলিফোনের মাধ্যমে যারা খাদ্য সহায়তা চাচ্ছেন জাগ্রত মানবিকাতার ভরেন্টিয়ারদের মাধ্যমে তাদের বাসায়ও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।
মঙ্গলবার সকালে শুভপুর ঈদগা মাঠে কর্মহীন হয়ে পড়া পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি একরাম হোসেন হোসেন লালু. ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইকরাম যুবলীগ নেতা সৈয়দ মোঃ পারভেজ।