বুড়িচংয়ে শাড়ীসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদকঃ আজ বিকাল ৪  টায় বি- বাড়িয়া থেকে চট্টগ্রাম গামী “প্রান্তিক পরিবহন” এর একটি যাত্রীবাহী বাস দেবপুর পুলিশ ফাঁড়ীর সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করলে ০২ টি ব্যাগের মধ্যে অবৈধ পথে ভারত থেকে আমদানীকৃত ৪৬ পিস ভারতীয় কাতান  শাড়ী  সহ দুজন কে আটক করে পুলিশ।

আটককৃত আসামীরা হলো (১) মান্না দে (৩৮), পিতা বিমল দে, সাং চক্রশালা, থানা পটিয়া, চট্রগ্রাম, (২) সুমন কুমার ভট্রাচার্য(৪২),  পিতা বাদল কুমার ভট্রাচার্য, সাং মোহনপুর মধ্যপাড়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের আই সি ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভুইঞা সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সুত্রের খবর পেয়ে আগেই চেকপোস্ট বসানো হয় এবং যথারীতি তাদেরকে চোরাই পন্য সহ আটক করা হয়। আটককৃতরা শুল্ক ফাঁকি দিয়ে লাগেজের মাধ্যমে শাড়ী সমুহ এনেছে বলে নিজেরাই প্রাথমিকভাবে স্বীকার করেছে। শাড়ীর মূল্য অানুমানিক ৯২,০০০ টাকা হতে পারে।
আটককৃত ভারতীয় নাগরিকের বৈধ পাসপোর্ট এবং ভিসা আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন