কুমিল্লায় চালু হচ্ছে করোনা রোগীর চিকিৎসা, উদ্বোধন ৩ জুন
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ৩ জুন উদ্বোধন করা হবে এ কার্যক্রমের।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, করোনা রোগীদের জন্য এরইমধ্যে ১০টি আইসিইউ বেডসহ ১৫৪টি বেড সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। এ হাসপাতালে রোগীদের কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা হবে।
ডা. মুজিবুর রহমান আরো জানান, ৩ জুন চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম ও কুমিল্লা-৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এর আগে উদ্বোধনের সম্ভাব্য তারিখ ১ জুন ছিল।