বুড়িচংয়ে সড়কের ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক নদীতে
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা রাজাপুর পশ্চিমপাড়া এস এম চৌধুরী আদর্শ দাখিল মাদ্রাসা ও মসজিদ সংলগ্নে রাজাপুর-পূর্ণমতি বাগানবাড়ী সড়কের ঘুংঘুর নদীর উপর ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই একটি ট্রাকসহ নদীতে পড়ে গেছে। এতে এই এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ সড়কে চলাচলকারী অসংখ্য লোক পড়েছে চরম ভোগান্তিতে। (১১ আগষ্ট ২০২০) মঙ্গলবার দুপুরের দিকে এ ব্রীজটি ভেঙ্গে পড়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বালু বোঝাই একটি ট্রাক ব্রীজের ওপর উঠা মাত্র ব্রীজ ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। ট্রাকটি নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। রাজাপুর টু বাগানবাড়ী সড়কের সংস্কার কাজ চলার কারণে মালামাল বহনকারী ড্রাম ট্রাক চলাচল করার কারণে ব্রীজটি ভেঙ্গে পড়েছে। তবে এখনো ট্রাকটি উদ্ধার করা হয়নি বলে স্থানীয় বাসিন্দা সুজন ও আলামিন জানান।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান,এ ঘটনার সম্পর্কে আমি খবর পেয়েছি এবং উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।