নাঙ্গলকোটে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে স্থানীয় সরকারের সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩ এর অর্থায়নে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, স্যানিটারি প্যাড, মাস্ক ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় দুস্থ মহিলাদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেকের হাতে হাতে সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।
বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসাইন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সচিব, কাজী আবু আশ্রাফ, ইউপি সদস্য আবু নছর, তাজুল ইসলাম, মনজুরুল হক, জামাল হোসেন, আব্দুল খালেক, খোরশেদ আলম, মোঃ এছহাক, এছহাক বেপারী, ইস্রাফিল বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ও তালিকাভুক্ত গৃহহীনদের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।