কুমিল্লায় অনুর্ধ ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজনে দেশব্যাপি বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লায় খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড় বাছাই কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, মোজাহার উদ্দিন সেন্টু, সদস্য দেলোয়ার হোসেন জাকির।
বাছাইয়ে জেলার ১৭ উপজেলা থেকে ৩শত খেলোয়াড় অংশ নেয়। এদের মধ্য থেকে চুড়ান্ত বাছাইকৃতদের উন্নত প্রশিক্ষন দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।