বন্ধুর বাবাকে বাঁচাতে সড়কে প্রাণ গেল কুমিল্লার দুই স্কুল শিক্ষকের

বন্ধুর বাবাকে বাঁচাতে গিয়ে কুমিল্লার দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর এলাকার জানু মোল্লার ছেলে হুমায়ুন কবির (৪২) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩২)। হুমায়ুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফারুক স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুই শিক্ষক অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে কুমিল্লার তিতাস থেকে ঢাকায় হাসপাতালে যাচ্ছিলেন। পথে উল্টো পথে যাওয়া মদনপুরমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই দুই শিক্ষক নিহত হন। তাছাড়াও দুর্ঘটনায় আহত হন রোগীসহ আরও দুইজন। তাদের মদনপুর এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষক হুময়ুন কবিরের বাবা জানু মোল্লা বলেন, বন্ধুর বাবাকে বাঁচাতে গিয়ে কবির ও তার আরেক বন্ধু প্রাণ দিয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই রাস্তায় ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন