কুমিল্লার কর বাহাদুর “আফজাল খান পরিবার” (ভিডিও)
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের উৎসাহিত করতে সারা দেশে মোট ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দিয়েছে। বুধবার সারা দেশের কর অঞ্চলগুলো নানা আয়োজনের মাধ্যমে এ বছর সর্বোচ্চ, দীর্ঘ মেয়াদী, মহিলা ও তরুণ করদাতা এবং কর বাহাদুর পরিবারবর্গকে সম্মাননা ও পুরস্কার প্রদান করে। এ উপলক্ষে কুমিল্লা কর অঞ্চলও দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করে।
কুমিল্লা জেলায় আফজাল খান অ্যাডভোকেট ও তার পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
অনুষ্ঠানে নোয়াখালীর আবুল খায়ের ও তার পরিবার, লক্ষীপুরের আবু সায়েদ ও তার পরিবার, ব্রাক্ষণবাড়িয়া মো. হেলাল উদ্দিন ও তার পরিবার, চাঁদপুরের আবদুল মান্নান খান ও তার পরিবার, ফেনীর নুর জাহান বেগম ও তার পরিবারকেও ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা প্রদান করা হয়।