কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত সমাজের দাবিতে কুমিল্লায় মানববন্ধনে চার গ্রামের মানুষ
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে ৪ গ্রামের মানুষ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়ায় চার গ্রামের প্রায় সহস্রাধিক নারী পুরুষ মানবন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে গ্রামবাসী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বাঁশরা গ্রামের বাধন, সুমন, সজীব সরকারসহ কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন মাছের ঘের, প্রবাসী, নির্মান কাজ থেকে চাঁদাবাজী করে। কিশোর গ্যাংরা নারী ও ছাত্রীদের ইভটিজিংসহ নানারকম হয়রানি করে বলে অভিযোগ গ্রামবাসীর। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।