হাতিমারায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে অবস্থিত হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ ইং সালের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবদুল হান্নান হিরো। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার। বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল উদ্দিন মানিকের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুস সালাম, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার সামছুল আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার নুরুল আমিন, আবুল কালাম গাজী, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার সফিকুর রহমান, ৭নং ওয়ার্ড মেম্বার মো: নুরুন্নবী, আওয়ামীলীগ নেতা মো: আলী জিন্নাহ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সালেহ উদ্দিন মাসুক, আবদুল্লাহ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝর্ণা রাণী দাস, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন, তাছলিমা আক্তার, নাজনিন সুলতানা, শাহনাজ পারভিন, কুলছুম আক্তার, শরীফ উল্যাহ, আয়েশা আক্তারসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য এবছর হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।