কুমিল্লায় টিভি দেখতে না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

কুমিল্লায় টিভি দেখতে না দিয়ে পড়তে বসার জন্য মা-বোন বকাঝকা করায় অভিমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। শনিবার দুপুরে নগরীর ঠাকুর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ মজুমদার লাকসাম উপজেলার কৈতরা গ্রামের মলয় মজুমদারের ছেলে। সে কুমিল্লা নগরীর ফজিলাতুন্নেচ্ছা মর্ডান হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বাড়ি লাকসাম উপজেলায় হলেও মা-বাবা ও বোনের সঙ্গে কুমিল্লা নগরীর ঠাকুর পাড়ায় প্রভালয় হাউজ নামে একটি বাড়িতে ভাড়া বাসায় থাকত শুভ। তার বাবা স্থানীয় একটি টেইলার্সের পরিচালক।

নিহতের বাবা মলয় মজুমদার জানান, দুপুরে বাসায় টিভি দেখছিল শুভ। ঐ সময় তাকে টিভি দেখতে বাধা দেন তার মা-বোন এবং পড়তে বসার জন্য বকাঝকা করেন। এতে অভিমান করে নিজের পড়ার ঘরেই ফাঁস দেয় সে।

শুভ’র মা পূর্ণিমা মজুমদার জানান, বকাঝকা করার পর শুভ রাগ করে নিজের পড়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘণ্টাখানেক সাড়াশব্দ না পেয়ে তিনি ডাকাডাকি করেন। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে শুভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন