কুমিল্লায় হোয়াইটওয়াশ কলকাতা একাডেমি

ভারতের কলকাতা ক্রিকেট একাডেমিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (৩-০) হোয়াইটওয়াশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। একমাত্র টি-টোয়েন্টিতেও কলকাতা একাডেমিকে হারায় কুমিল্লার দলটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা একাডেমিকে নিয়ে সিরিজ আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সোমবার কুমিল্লা বার্ডে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ১৬ ওভারে ৯৯ রানে অলআউট হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি।

টার্গেট তাড়ায় ৯ উইকেট হারিয়ে ৭৯ রান তুলতে সমর্থ হয় কলকাতা ক্রিকেট একাডেমি। ২০ রানের জয় পায় কুমিল্লার দলটি।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।

এ সময় কুমিল্লা বার্ডের পরিচালক মৃণাল কান্তি ভট্টাচার্য, ম্যাজিক প্যারাডাইস পার্কের পরিচালক মোদাব্বির হোসেন নাসির, যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন, টুর্নামেন্ট সমন্বয়কারী আতিকুর রহমান, কলকাতা ক্রিকেট একাডেমির সেক্রেটারি আব্দুল মাসুদসহ জেলার ক্রিকেটপ্রেমী গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন