শিক্ষকদের অভীক্ষা হবেই : কুমিল্লার ডিপিও
কুমিল্লা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মেধা যাচাইয়ে অভীক্ষা হবেই। এ জেলার শিক্ষকদের অভীক্ষা হবে না বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. আবদুল মান্নান। তিনি বলেছেন, চলতি মাসেই শিক্ষকদের অভীক্ষা হবে। উপজেলাওয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা কমিটি করে প্রশ্ন প্রণয়ন করে শিক্ষকদের অভীক্ষা নেবেন।
মুঠোফোনে করা এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। গত বৃহস্পতিবার দুপুরে একটি প্রচারমাধ্যম ‘কুমিল্লার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অভীক্ষা হবে না’ বলে এক প্রতিবেদনে দাবি করে। সে তথ্য সঠিক নয় বলে দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন ডিপিও।
তিনি বলেন, শিক্ষকদের অভীক্ষা হবে। এ মাসেই হবে। আমরা জেলা পর্যায়ে নেবো না, উপজেলাওয়ারি শিক্ষা কর্মকর্তারা কমিটি করে, প্রশ্নপত্র তৈরি করে এ অভীক্ষা নেবেন। আগেও এমন সিদ্ধান্ত ছিলো। ১০ নভেম্বর থেকে অভীক্ষা শুরুর তথ্য ছড়ানো হয়েছিলো তা ভুল বুঝে তারা ছড়িয়েছিলো।
সূত্রঃ দৈনিক আমাদের বার্তা