দলে ফিরতে চান কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতারা
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। তবে ভুল বুঝতে পেরে তিনি দলে ফিরতে চান আবারও। রোববার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে দলে ফেরার দাবি জানান তিনি।
কুমিল্লার মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে বলেন, আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। দলের বাইরে যেতে পারবো না। আমরা হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আশা করি, শিগগিরই আমাদের ভুল ক্ষমা করে দলে ফিরিয়ে নেবেন।
কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আজ আন্দোলনের নতুন বসন্ত দেখা দিয়েছে। প্রশাসনের একদল অতি উৎসাহী কর্মকর্তা আমাদের নেতা-কর্মীদের হয়রানি করছেন। ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতাদের ঘরে পুলিশ গিয়ে ওই নেতাকে না পেয়ে তার ছোটভাইকে গ্রেপ্তার করেছে। আমরা এসব হয়রানির তীব্র নিন্দা জানাই।
নেতারা বলেন, সারাদেশের মতো কুমিল্লার গণসমাবেশেও জনতার ঢল নামবে। এই ভোটচোরের সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। কুমিল্লার প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, কুমিল্লা সিটি করপোরেশন, পরিবহন মালিক ও শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ কুমিল্লার সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান– আপনারা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ সফল করতে সহযোগিতা করুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা বিএনপির সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এ বারী সেলিম, সাবেক কাউন্সিলর সেলিম খান, সদর দক্ষিণ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম মজুমদার, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, মহানগর বিএনপির সাবেক সদস্য নাসির উদ্দিন, কোহিনুর আক্তার কাকলি, আব্দুল্লাহ আল মোমেন ও মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।