ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে তুরস্কের গোলরক্ষকের মরদেহ উদ্ধার
ভয়াবহ ভূমিকম্পে তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান মারা গেছেন। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালত্যাসপোর। আজ বুধবার ৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ভূমিকম্পের পর একটি ধসে পড়া আবাসিক ভবনের নিচে আটকা পড়ে ছিলেন বলে জানা গেছে। এক টুইট বার্তায় ইয়েনি মালত্যাসপোর বলেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরে প্রাণ হারিয়েছেন। শান্তিতে থাকো। আমরা তোমাকে ভুলব না। তুমি খুবই ভালো মানুষ।’
এদিকে ২৮ বছর বয়সী আহমেত ইয়ুপ তুর্কাসলান ২০২১ সালে যোগদানের পর তুর্কি দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরের হয়ে ছয়বার খেলেছেন। এদিকে ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দেশে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জনে।
এদিকে দুই দেশের কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৯৪ জন। অন্যদিকে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহত দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ জন। সিরিয়ায় নিহতদের বেশির ভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে। সূত্র: বিবিসি