পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ৩ পুলিশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় তিন জন পুলিশ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। শুনেছি পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারব।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়েছে।