এশিয়া কাপ ছেড়ে মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন সাকিব-পাপন

বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম যে এশিয়া কাপ থেকে দেশে ফিরবেন সেটা আগেই জানা ছিল। তার স্ত্রী সন্তানসম্ভবা। প্রিয়তমার পাশে থাকার জন্য রবিবার (১০ সেপ্টেম্বর) দেশে ফেরেন এই ক্রিকেটার। তবে সবাইকে অবাক করে দিয়ে মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান! একই সাথে ফিরেছেন বিসিবি সভাপতি পাপন ও সিইও নিজামউদ্দিন।

যদিও সাকিবের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনাই ছিল না। বিসিবি সূত্রে জানা গেছে, দুজনই ১৩ সেপ্টেম্বর ফের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এরআগে, শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন বাংলাদেশ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ভালো শুরুর পরও টানা উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচটি শেষে ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকের। সেই অনুযায়ী তিনি বাংলাদেশে ফিরেছেন। তবে তার সঙ্গে শ্রীলঙ্কা ছেড়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসানও। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে এই দুই ক্রিকেটারের।

গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। সে সময়ে সাকিবের বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু হঠাৎ বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার খবরে অবাক হয়েছেন ভক্তরা। সাকিবের দেশে ফেরার কারণটি এখনও অজানা।

আরো পড়ুন