দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা অংশের দাউদকান্দি এলাকার রায়পুর দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বাস উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহিনুর বলেন, ‘ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের যাত্রীবাহী এসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। তবে কেউ মারা যায়নি।’
তিনি জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক আছে। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।