হ্যাটট্রিক শিরোপায় চোখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর চলে এলেও এখন পর্যন্ত নাম ধরে রাখতে পারেনি তেমন কোনো দল। সেদিক দিয়ে আলাদা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের মালিকানায় শক্ত অবস্থানে চারবারের চ্যাম্পিয়নরা। করতে পেরেছে নামের প্রতি সুবিচার। শক্তিশালী দল, দুর্দান্ত পারফরম্যান্স ও একের পর এক শিরোপা জিতে দলটি নিজেদের নিয়ে গেছে অন্য পর্যায়ে।
বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার আগের আসরেও শিরোপাটিও তাদের। সবমিলে জিতেছে চারবার। সবকিছু ঠিক থাকলে তাদের এবার চোখ হ্যাটট্রিক শিরোপা জেতার দিকে। বাংলাদেশের ঘরোয়া লিগটিতে একমাত্র দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয়ের দুয়ারে থেকে এবারের মিশন শুরু করবে নাফিসা কামালের দল।
বিপিএলের দশম আসরকে সামনে রেখে জয়ের ছক কষছে কুমিল্লা। কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দলটাও তাদেরই। তাই এই কথা বলাই যায় যে—এবারও চ্যাম্পিয়ন ফাইট দিতে যাচ্ছে ভিক্টোরিয়ান্সরা।
দেশ-বিদেশের নামি তারকাদের দলে ভিড়িয়েছে কুমিল্লা। দেশিদের মধ্যে বড় নাম লিটন দাস। চোট বাধা না হলে পুরো আসরেই ওপেনিংয়ে মাঠ মাতাবেন। তার সাথে জুটি বাধতে পারেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই তারকাকে পুরো মৌসুমে না পেলে ইমরুল কায়েস অথবা ক্যারিবীয় তারকা জনসন চার্লসকেও দেখা যেতে পারে লিটনের সঙ্গে।
মিডল অর্ডারে কুমিল্লার বড় ভরসার নাম তাওহীদ হৃদয়। এ ছাড়া দুই দেশি তরুণ জাকির আলি অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনরাও সুযোগ পেলে আলো ছড়াবেন। বিদেশিদের মধ্যে লোয়ার অর্ডারে আলো ছড়াতে তো আছেনই আন্দ্রে রাসেল, খুশদিল শাহ কিংবা মইন আলিরা। এ ছাড়া দুই বিভাগে ভূমিকা রাখতে প্রস্তুত সুনিল নারিন।
বোলিং বিভাগও অনেক শক্ত কুমিল্লার। কাটার মাস্টার মুস্তাফিজ দলের মূল ভরসা। এ ছাড়া আছেন গত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তানবীর ইসলাম। এ ছাড়া ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে মুশফিক হাসান-মৃত্যুঞ্জয় চৌধুরীদের। জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ খানও আছে কুমিল্লার ডেরায়। বিদেশিদের কোটায় দলে আছেন জামান খান, নাসিম শাহরা।
আর পুরো দলকে কোচিং করাবেন মাস্টার মাইন্ড মোহাম্মদ সালাউদ্দিন। হ্যাভিটওয়েট এই কোচের অধীনেই নিজেদের পঞ্চম শিরোপার মিশন শুরু করবে নাফিসা কামালের দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রিটেইন ও ডিরেক্ট সাইনিং: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।
ড্রাফট: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।