কুমিল্লায় এমপি পরিবর্তনে আওয়ামী লীগ নেতার দুধ দিয়ে গোসল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে এমপি পরিবর্তন ও পছন্দের প্রার্থী জয়লাভ করায় দুধ দিয়ে গোসল করলেন মো. আলামিন নামে এক আওয়মী লীগ নেতা। তিনি বঙ্গবন্ধু মুজিব লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় হোমনা উপজেলার পাড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মো. আলামিন বলেন, ‘আওয়ামী লীগ করার পরেও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আমি এবং কুমিল্লা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল মজিদকে হোমনা ত্যাগ করে চলে যেতে হয়েছিল। আমাদের অনেক হুমকিধমকি দিয়ে হোমনা উপজেলা থেকে বের করে দিয়েছিল পূর্বের সংসদ সদস্য সেলিমা আহমাদ। এরপর উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর আওয়ামী লীগের সমাবেশ থেকে মো. আব্দুল মজিদ স্যার এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু ভাইকে তাড়িয়ে দিয়েছিল সেলিমা আহমাদের নেতাকর্মীরা। আওয়ামী লীগের অনেক নেতাকে হামলা মামলা দিয়েছিলেন তিনি।’
তিনি আরও বলেন, ‘সেলিমা আহমাদের নেতাকর্মীদের অত্যাচারে আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়েছেন। পাঁচ বছর তিনি অনেক নেতাকর্মীকে মামলা দিয়েছিল। সেই দিন প্রতিজ্ঞা করেছি যে, যদি কুমিল্লা-২ আসনে সংসদ সদস্য পরিবর্তন হয় তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দুধ দিয়ে গোসল করব। আল্লাহ আমার ডাক কবুল করেছেন এই আসনে সংসদ সদস্য পরিবর্তন হয়ে এখন এমপি হয়েছেন মো. আব্দুল মজিদ। তাই আজকে আমি শুকরিয়া আদায় করে দুধ দিয়ে গোসল করলাম।’
চান্দেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি মো. মিজান আহম্মেদ বলেন, ‘৭ জানুয়ারি যে ফসল আমরা পেয়েছি তা বলতে পারব না। আমরা চাই মো. আব্দুল মজিদ স্যার সব ছোট বড় নেতাকর্মীদের যেন মূল্যায়ন করেন।’