ফুরিয়ে গেছে হাতের নগদ টাকা; বেকায়দায় সবাই!
দেশজুড়ে চলছে কারফিউ। রাস্তায় চলছে সেনাবাহিনীর টহল। মানুষের মাঝে রয়েছে চাপা আতংক। এর মধ্যে চালিয়ে যেতে হবে জীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ পরেছে ভীষন বিপাকে। দিন আনে দিন খায় তাদের অবস্থা আরো শোচনীয়।
এদিকে মানুষের হাতের নগদ টাকাও ফুরিয়ে যাচ্ছে। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় টাকা তুলতে পারছেনা অনেকেই। রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ ব্যাংক বুথ গুলোই কাজ করছেনা।
এদিকে মোবাইল ব্যাংকিং নিয়েও বিপদে আছেন অনেকে। বিকাশ, নগদ এ টাকা থাকলে তা ক্যাশ-আউট করতে পারছেননা।
একদিকে কারফিউ, অন্যদিক বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম। কবে নাগাদ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তারই অপেক্ষা সবাই।