কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবঘোষিত এই কমিটিতে দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্য করা হয়েছে।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে দুইজনকে, তারা হলেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মহানগর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি হঠাৎ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা আসছেন তা নিয়ে চলছিল নানা আলোচনা, জল্পনা ও কল্পনা। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে কুমিল্লা বিএনপি’র নেতৃত্বে পালা বদল হতে পারে। জোর আলোচনা চলে জাকারিয়া তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ঘিরে। অবশেষে সেই জল্পনাই সত্য হলো। রবিবার বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মো. ওয়াসিমকে সদস্য সচিব করে ঘোষণা করা হলো নতুন কমিটি।

আরো পড়ুন