৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আইপিএলের শেষ মুহূর্তে এসে দল পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরের বাকি অংশে খেলবেন তিনি। ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। পরের আসরের আগে তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি।

বুধবার দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেশার ম্যাকগ্রাকের পরিবর্তে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে তারা। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের হয়ে প্লে-অফে খেলারও সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। যদি আসরের বাকি ম্যাচগুলোতে তারা জয়ের দেখা পায়।

আরো পড়ুন