সোহাগ হত্যা: বিএনপির পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা

ঢাকার মিডফোর্ডে প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় তার নিজ এলাকা পাথরঘাটায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি এই ঘটনাকে ‘বর্বর ও অমানবিক’ আখ্যা দিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ রবিবার দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে সোহাগের গ্রামের বাড়িতে যান। সেখানে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় তিনি অংশগ্রহণ করেন।
সভায় নূরুল ইসলাম মনি শোক প্রকাশ করেন এবং সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিএনপির পক্ষ থেকে তিনি নিহতের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। জনসভায় তিনি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার চেয়ে দলীয় অবস্থান তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা যায়, সোহাগ বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল একজন সাহসী কর্মীকে হারিয়েছে। তারেক রহমান এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং দলের নেতাদের নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বহু মানুষ জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা শেষে নিহত সোহাগের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পরে বিএনপির নেতাকর্মীরা কাকচিড়া বাজারে বিক্ষোভ করেন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।