ধাতব চেইন পরা ব্যক্তিকে টেনে নিল এমআরআই মেশিন, গেল প্রাণ

নিউ ইয়র্কে চলতি সপ্তাহে ম্যাগনেটিক রিজোন্যান্স ইম্যাজিং-এমআরআই মেশিন থাকা এক কক্ষে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ বছর বয়সী এক ব্যক্তি।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) বিকেলে ওয়েস্টবেরি এলাকার একটি চিকিৎসাকেন্দ্রে ঘটে এ ঘটনা।
নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে, ‘নাসাউ ওপেন এমআরআই’ নামের ওই প্রতিষ্ঠানে সক্রিয় এমআরআই মেশিনের কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করেন ওই ব্যক্তি। তার পরনে ছিল বড় একটি ধাতব চেইন।
পুলিশ জানায়, শক্তিশালী চুম্বকক্ষেত্রের কারণে চেইনসহ ব্যক্তিকে হঠাৎ করে মেশিনের ভেতরে টেনে নেয় এমআরআই মেশিন। এতে মারাত্মক আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
এমআরআই মেশিন ব্যবহারের আগে সাধারণত রোগীদের ধাতববস্তু ছাড়া কক্ষে প্রবেশ করতে হয়। এমনকি পোশাক পর্যন্ত পরিবর্তন করানো হয়, যাতে কোনো ধাতব উপাদান না থাকে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) স্পষ্ট নির্দেশনা দিয়েছে। তারা বলছে, এমআরআই কক্ষে প্রবেশের আগে প্রতিটি ব্যক্তি ও বহনকৃত বস্তু সম্পর্কে সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষা করা বাধ্যতামূলক। কারণ চুম্বকক্ষেত্রে যেকোনো ধাতব বস্তু মুহূর্তেই ক্ষিপ্রগতির বিপজ্জনক ‘প্রজেক্টাইলে’ পরিণত হতে পারে।
ঘটনাস্থল নাসাউ ওপেন এমআরআই কেন্দ্রের আশপাশে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। দুর্ঘটনার খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।