খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সবশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হাসান। তিনি জানান, বর্তমানে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যা তার স্বাস্থ্যের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এ তথ্য দেন ডা. জাহিদ।

তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখনো বেগম খালেদা জিয়া সিসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জাহিদ আরও জানান, “গত কয়েকদিন যে অবস্থায় তিনি ছিলেন, এখন সেই অবস্থার উন্নতি হয়েছে। আজ তাকে একটি চিকিৎসা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা গ্রহণ করতে পেরেছেন। এ কারণে চিকিৎসকরা আশাবাদী যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।”

এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন।

দলের পক্ষ থেকে ডা. জাহিদ দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

আরো পড়ুন