বুড়িচংয়ে বিএনপির জামায়াত নেতা ও শিবির সভাপতিসহ গ্রেফতার ৮
বুড়িচং প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মামলা রায়কে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারী নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লার বুড়িচংয়ে জামায়াত নেতা ও শিবির সভাপতিসহ ৮ জনকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে জানান, গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বুড়িচং থানা পুলিশ উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছে। সকালে বুড়িচং উপজেলা সদরের মডেল একাডেমী স্কুলে অভিযান চালায় পুলিশ। এসময় একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাকশীমুল ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ কবির হোসেন (৪০), বুড়িচং উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফয়েজ আহম্মদ (৫৫), একাডেমীর ধর্মীয় শিক্ষক আ.জ.ম ফেরদৌস আহমেদ (৩৭), আইটিসি শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন (৩৯), উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহি উদ্দিন (২৪) ও শিবির কর্মী ওমর ফারুক (২২)সহ ৬ জনকে আটক করে।
অন্যদিকে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকা থেকে ছিদ্দিকুর রহমানের পুত্র মাসুদুর রহমান নামে একজনকে আটক করে। বিকেলে ফাঁড়ী পুলিশ নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে মোকাম গ্রামে মৃত আঃ মতিন মাষ্টারের ছেলে মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাদা সোহেল মোহন’কে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদের গতকাল কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।