ব্রাহ্মণপাড়া সিদলাই ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন
মো. জাকির হোসেনঃ সারাদেশে আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ, কালভার্ট, রাস্তঘাট ও বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন অব্যাহত রয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলে দেশের ব্যাপক উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় গেলে দেশ ধংশ হয়। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ বছরে দেশের যে উন্নয়ন করেছেন স্বাধীনতার পর এত বেশী উন্নয়ন আর কখনো হয়নি। কৃষকদের কথা চিন্তা করে ইতিমধ্যে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরন অব্যাহত রয়েছে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদানের কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। ইতিমধ্যে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন বিভাগের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আবারো আওয়ামীলীগের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। পুনরায় ক্ষমতায় এলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলাকে শহরে রূপান্তরিত করা হবে।
গতকাল শনিবার দিন ব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠান শেষে সিদলাই ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইনমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু এমপি এ কথা গুলো বলেন। সিদলাই নাজনিন স্কুল মাঠে ইউনিয়ন আওমীলীগের আহ্বায়ক মোঃ শামসুর রউফ মাসুক সরকারের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (আলাউল) আকবর ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা। সম্মেলন উদ্ভোধক ও সম্মেলন বক্তা ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও সেক্রেটারি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাড. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন সরকার চেয়ারম্যান, বুড়িচং ব্রাহ্মণাপাড়া পেশাজীবি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন, যুগ্ম সম্পাদক বুড়িচং আওয়ামীলীগ নেতা সোলেমান রেজভী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, পল্লী বিদ্যুতের ডিজিএম এএইচএম আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আওয়ামী মহিলালীগের আহ্বায়ক অ্যাড. জাহানারা বেগম, প্রভাষক মোঃ রেজাউল করিম, ছাত্রলীগের সদস্য সচিব এমদাদ হোসেন বাপ্পী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ রেজাউল করিম শিপন, বিআরডিবির চেয়ারম্যান মাসুদ আলম হায়দার, আওয়ামীলীগ অফিসের দায়িত্বে মোঃ খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক নাজনিন উচ্চ বিদ্যালয়সহ সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। সম্মেলনে গাজী মোঃ জিয়াউল হককে সভাপতি, মোঃ শানু মিয়াকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এর আগে প্রধান অতিথি বঙ্গবন্ধ ও শেখ রাসেল স্মৃতি সংসদ সিদলাই শাখা প্রধান কার্যালয়ের উদ্ভোধন করেন। সাবেক মন্ত্রী সকাল ১০ টায় আকস্মীক ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। সকাল ১১ টায় দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে শতভাগ বিদ্যুতের উদ্বোধনসহ সিদলাই আমীর হোসেন জোবেদা কলেজে ছাত্র, শিক্ষক, গর্ভনিংবডির সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের সাথে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় করেন।