মনোহরগঞ্জ থানার ওসি সামসুজ্জামানের বিদায় ও নবাগত ওসি আনোয়ারকে বরণ
আকবর হোসেনঃ কুমিল্লার মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানের বিদায় ও নবাগত ওসি আনোয়ার হোসেন খাঁনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার থানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ থানার বিদায়ী ওসি মোহাম্মদ সামসুজ্জামান, নবাগত ওসি আনোয়ার হোসেন খাঁন, ওসি তদন্ত নজরুল ইসলাম, থানার এসআই দুলাল মিয়া, এএসআই মোঃ হোসাইন, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম, থানার কনস্টেবল আবুল কালামসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল মন্নান, কামাল হোসেন, ইকবাল হোসেন, রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা এসএম শেখ কামাল, মাহবুব চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জামির হোসেন জিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা মিঠু, রুবেল, বিপ্লবসহ মনোহরগঞ্জ থানার কর্মরত পুলিশবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।