লালমাই উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন দাখিল
মাজহারুল ইসলাম বাপ্পিঃ সোমবার ছিল চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ১৯ এপ্রিল রিটার্ণিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই,২৬ এপ্রিল এর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৫ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক বি.কম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান মজুমদার, স্বতন্ত্র প্রার্থী কাজী ইকবাল হোসেন কাজল,জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মিজানুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রাবেয়া বেগম।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে রয়েছেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক বি.কম। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রাবেয়া বেগমও একক প্রার্থী হিসেবে রয়েছেন।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল হামিদ,পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব রতন সিংহ,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা হোসেন বাচ্চু,সাধারণ সম্পাদক মাসুম হামিদ, জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আয়াত উল্লাহ,যুগ্ম আহবায়ক কাজী কামরুল হাসান ভূট্রু,শিমুল,আক্তার পারভেজ,বাগমারা দঃ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউসার মোর্শেদ মজুমদার,পরিকল্পনামন্ত্রীর কো-অর্ডিনেটর কাজী মেহেদী প্রমুখ।