নতুন কমিটি থেকে পদত্যাগ করলেন যুগ্ম-সম্পাদক ইরফানুল হক বাবু

স্টাফ রির্পোটার।। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম-সম্পাদক ইরফানুল হক বাবু। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করে। কমিটি ঘোষনার কিছুক্ষন পরই নবগঠিত কমিটিকে পকেট কমিটি আক্ষাদিয়ে মিডিয়া কার্মীদের একটি পদত্যাগ পত্রের কপি সরবরাহ করে নব গঠিত কমিটির যুগ্ম-সম্পাদক ইরফান বাবু।

পদত্যাগের বিষয়ে যুগ্ম-সম্পাদক ইরফানুল হক বাবু বলেন, কুমিল্লা জেলা ছাত্র দলের সাথে ২০০২ থেকে কুমিল্লা ভিক্টোরীয়া কলেজের আলমগীর-কায়সার আহবায়ক কমিটির সদস্য দিয়ে ছাত্র রাজনীতি শুরু করে আজ ২০১৮ তে এসে নিজের সৃষ্ট কর্মীর নেতা মেনে রাজনীতি করার মানুসিক অবস্থা আমার নেই। দীর্ঘ ১৬ বছরে ছাত্ররাজনীতিতে এই ধরণের অযোগ্য কমিটি আমি দেখিনি। দীর্ঘ ৯বছর যাবৎ বিরোধীদলে থেকে সরকারের দমন পিরন সহ্য করে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি । মামলা, হামলা গ্রেফতার সবই সইতে হচ্ছে। আওয়ামী বিরোধী আন্দোলনে সরব থাকলেও নতুন কমিটিতে আমরা অবহেলিত। নবগঠিত এই কমিটিকে আমি পকেট কমিটি ঘোষনা করে একটি পদত্যাগ পত্র সভাপতি বারাবর পাঠিয়েছি । আমি আশা করি দলের সার্থে আবার নতুন করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে পুনরায় নতুন কমিটি দিবে কেন্দ্রীয় ছাত্রদল। ।

আরো পড়ুন