মুরাদনগরে চীনাবাদামের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মো: নাজিম উদ্দিনঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা উদ্ভাবিত উন্নত জাত বিনাচীনাবাদাম-৪ এর প্রচার ও সম্প্রাসারনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টনকী গ্রামে পুষ্টি নিরাপত্তার লক্ষে জাত উদ্ভাবন কর্মসূচীর অর্থায়নে মাঠ দিবসের আয়োজন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) ও মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়।

স্থানীয় ইউপি সদস্য হানিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল ।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফাতে রাব্বানা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র কুমিল্লা, কৃষিবিদ আবদুল রাকিব বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা উপকেন্দ্র কুমিল্লা।

স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, প্রদর্শনী চাষী সুখলাল চন্দ্র শিব। এ সময় টনকী গ্রামের কৃষক কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন