এখন থেকে সরকারী ভাবে লিখতে হবে ‘CUMILLA’
নিজস্ব প্রতিবেদকঃ ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘comilla’ এর স্থলে সংশোধনাকারে ‘ cumilla’ সরকারিভাবে অনুমোদন করা হয়েছে। এখন থেকে কুমিল্লা জেলার ইংরেজি বানান comilla এর স্থলে cumilla লিখতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যের এক পর্যায়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২ এপ্রিল নিকার ১১৫তম বৈঠকে আলোচনার প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রস্তাবিত চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়া- এই ৫টি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের বিষয়টি অনুমোদন করা হয়েছে।