ব্রাহ্মণপাড়ায় যানজট নিরশনে মাঠে নেমেছে প্রশাসন

আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে গতকাল ১১ জুন সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন সড়কে ছোট বড় যানজট নিরশনের লক্ষে মাঠে নেমেছে প্রশাসন। এসময় তারা উপজেলার বিভিন্ন এলাকা ভাগ করে সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ড স্থাপন করার জন্য মালিক শ্রমিক পরিষদের নের্তৃবৃন্দকে নের্দেশ দেন এবং রাস্তার পাশে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকান মালামল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

সরজমিনে ঘুরে দেখাযায়, কুমিল্লা-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক, দুলালপুর-ব্রাহ্মণপাড়া সড়ক ও হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, উপজেলা কৃষি অীফসার মোঃ মতিউল আলম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান রিপন ভূইয়া, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, মালাপাড়া ইউপি চেয়ারম্যান একে আজাদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সোহেল রানা, প্রধান শিক্ষক খোরশেদ আলম, মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, উপজেলা শ্রমিক লীগের সাধরন সম্পাদক আনোয়ার হোসেন আনু সর্দার, সদর ইউপি মেম্বার আবদুল জলিল, ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার কমিটির সাধারন সম্পাদক কাজল সরকার।

এছাড়াও এসময় এস আই মোঃ বাবুল আহাম্মেদ এর নের্তৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আরো পড়ুন