কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সমানে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুইজনই নারী। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার ( ১৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল ইসলাম।