ব্রাহ্মণপাড়ায় আইন শৃঙ্খলা সভাসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত

আশিকুর রহমানঃ ৯ জুলাই সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়াও একই দিনে উপজেলা কৃষি ঋণ কমিটির সভা, উপজেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় ও উপজেলা টাস্কফোর্সের সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, বাল্য বিবাহ ও উপজেলা যৌতুক নিরোধ প্রতিরোধ কমিটির সভা, উপজেলা ইনোভেশন কমিটির সভা এবং উপজেলা এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, চান্দলা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তবা আলী শাহীন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহাম্মেদ মাষ্টার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইদ্রিস মিয়া মাস্টার ও মোঃ নূরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আবুল বাশার, টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, ইসলামীক ফাউন্ডেশনের পরিদর্শক আব্দুল কাদের সরকার, ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার কমিটির সাধারন সম্পাদক কাজল সরকার, সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সহকারী শিক্ষক রেজাউল করিম, আনসার বিডিপির কর্মকর্তা মোঃ নাজিউর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন