কুমিল্লায় ২হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আটক এক
মো. জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ী পুলিশ শুক্রবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় রাস্তায় চেকপোষ্ট দিয়ে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ২ হাজার ৬শ’ ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে ফাঁড়ীর এস.আই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় রাস্তায় চেকপোষ্ট দিয়ে বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালায়। পুলিশ চট্টগ্রাম থেকে ভৈরবগামী ইউরোসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো-ব-১১-১১৬০) তল্লাসী চালিয়ে চালকে পিছনের সিটে বসে থাকা সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে। এসময় ওই যাত্রীর সাথে থাকা কাপড়ের ব্যাগের ভিতর থাই এ্যালুমিনিয়ামের দুইটি পাইপ দেখতে পায়। পুলিশ ওই দুটি পাইপের ভিতর থেকে বিশেষ কায়দায় লুকানো অস্থায় ২ হাজার ৬শ’ ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় পুলিশ মোঃ রফিক (২৮) নামে ওই যাত্রীকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে। সে চট্টগ্রামের রাউজান থানাধীন পাঁচকাইন গ্রামের মৃত আবু বক্করের পুত্র।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় ইয়াবা ট্যাবলেটগুলি টেকনাফ হতে ক্রয় করে নরসিংদি জেলার পলাশ থানা এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের টেকনাফ হতে মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়া যায় বলে জানায়। এ ঘটনায় পুলিশ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৯(খ) ধারার আটককৃতের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।