জ্বালানী ব্যবহারে সকলকে সচেতন এবং সাশ্রয়ী হতে হবে
মারুফ আহমেদ,কুমিল্লাঃ
জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস উপলক্ষে ৯ আগষ্ট বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমী থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
জাতীয় জ্বালানী দিবস উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে এউপলক্ষে আয়োজিত র্যালীর উদ্বোধন করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রেজাউল ইসলাম খান। র্যালীটি কুমিল্লা মহানগরীর ঈদগাহ, ষ্টেডিয়াম,জিলা স্কুল সড়ক হয়ে কুমিল্লা টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেয়। পওে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রেজাউল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা প্রথমেই অনুধাবন করতে পেরেছিলেন বাংলাদেশকে গড়তে হলে জ্বালানী নিরাপত্তার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন,আমাদের সকলকেই প্রাকৃতিক গ্যাসসহ সকল জ্বালানী ব্যবহারে সচেতন এবং সাশ্রয়ী হতে হবে।