কুমিল্লায় পবিত্র ঈদ-উল -আযহা’র জামাত অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ ত্যাগের মহিমায় ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্যদিয়ে কুমিল্লায় মুসলমানের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামায়াতের ইমামতি করেন আলহাজ্ব মাওলানা ক্বারী মোঃ ইব্রাহিম।
বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ না হয়ে পাশ^বর্তী জিমনেসিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু সহ সাধারণ মুসলিদের সাথে ঈদের জামায়াতে অংশনেন।
নামাজ শেষে জঙ্গীবাদ-সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়াতে সকলকে এগিয়ে আসার আহবান,সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীসহ দেশের সকল মানুষের উন্নতি সমৃদ্ধি সু-স্বাস্থ্য কামনা করে প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করেন।
এছাড়া নগরের মনোহরপুর সোনালী জামে মসজিদ,মুন্সেফবাড়ি,পুলিশ লাইন জামে মসজিদ,সুজা বাদশা জামে মসজিদ,দারোগাবাড়ি জামে মসজিদসহ কুমিল্লার ১৭টি উপজেলায় ঈদগাহ,মসজিদসহ ছোট বড় ৬৪৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।