সাংবাদিক নদী হত্যাকারীদের বিচারের দাবীতে বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন
বুড়িচং প্রতিনিধিঃ আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে গতকাল ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলা সদরের বসুন্ধরা চত্তর এলাকায় বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
অনুষ্ঠিত মানববন্ধনে বুড়িচং প্রেসক্লাবের সদস্য, কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, দৈনিক আমাদের নতুন সময়ের বুড়িচং প্রতিনিধি প্রভাষক মোঃ ইকবাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহসানুজ্জামান সোহেল, সাহিত্য ও প্রকশনা সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, সদস্য মোঃ কামাল হোসেন, পেশাজিবীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ সুজন, মোঃ তুহিন, অমিত হাসান শাকিল, সুমন চন্দ্র কর্মকার, আরাফাত রহমান, শহীদুল্লা প্রমূখ।