সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকারীদের শাস্তির দাবিতে লালমাই প্রেস ক্লাবের মানববন্ধন
লালমাই প্রতিনিধিঃ আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা নন্দীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে লালমাই প্রেস ক্লাব।
বুধবার বিকাল ৫ টায় লালমাই উপজেলাধীন বাগমারা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের আহব্বায়ক দৈনিক একুশের সংবাদ পত্রিকার সম্পাদক জনাব শাহাজাহান মজুমদার।
এসময় স্থানীয় সাংবাদিক নেতারা আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোন সুষ্ঠু বিচার হয়নি। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হলে সুবর্ণা নদীকে প্রাণ হারাতে হত না। অবিলম্বে সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক অমর কৃষ্ণ বনিক,সাংবাদিক প্রদীপ কুমার,সাংবাদিক জাহাঙ্গীর আলম,কামাল হোসেন প্রমুখ ।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২৮ আগষ্ট রাত সোয়া ১০টায় আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে দুর্বৃত্তরা তার নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক নদীকে মৃত ঘোষনা করেন।