ব্রাহ্মনপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির উদ্যেগে (বি কে এস বৃত্তি) ৬ সেপ্টেম্বর ব্রাহ্মনপাড়া উপজেলা মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবধর্ণা ও এবং নগদ অর্থ সহ সনদ পত্র বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলা চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সম্রাট খীস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ^ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন খান চৌধুরী, ব্রাহ্মনপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, ব্রাহ্মনপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট জাহান আরা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল হক, ব্রাহ্মনপাড়া উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মাকসুদুল আলম, আবদুল কাদের জিলানী, এম এ তুহিন, ডাঃ মজিবুর রহমান, এম ডি গোমতী হাসপাতাল, সভাপতিত্ব করেন নর্দান ইন্টারন্যাশেনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মনপাড়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি মোঃ আল মাহমুদ ভুইয়া রাসেল, পরিচালনা করেন গোলন্ডেন বেবী কেয়ার একাডেমীর প্রতিষ্ঠাতা ও দীর্ঘ ভুমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমাম উদ্দিন আখন্দ ও টাকুই ইকরা শিশু নিকেতনের প্রধান শিক্ষক আবদুল কাদের জিলানী, উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ আনু সর্দার, আলী আহাম্মদ মেম্বার, রোটাঃ কবির আহাম্মদ। এসময় অতিথিরা উপজেলার ৯৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরন করেন।