কুমিল্লায় বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার নাঙ্গলকোটে সিএনজি চালিত অটোরিকশায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার দোলখার ও নাঙ্গলকোট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই পরিবারের হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তার ছেলে মাওলানা আবু বায়োজিদ (৩৮) ও মেয়ে ফাহিমা আক্তার (হেনা) (৩০) এবং সিএনজি চালিত অটোরিকশা চালক সারোয়ার হোসেন (৩০)। তাদের সবার বাড়ি নাঙ্গলকোটের জেড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে।

নাঙ্গলকোট থানার (পরিদর্শক, তদন্ত) আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় দোলখার-নাঙ্গলকোট সড়কের বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তার ছিঁড়ে সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরে যায়। এসময় অটোরিকশায় থাকা ছয় জনের মধ্যে একই পরিবারের তিনজনসহ চার যাত্রী মারা যায়।

এসময় আহত হয় নিহত মাওলানা আবু বায়োজিদের স্ত্রী মরিয়ম (১৯) ও কোলে থাকা শিশু আবদুল আফসার।

তিনি বলেন, দাওয়াত খাওয়া শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তবে কী কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল তা এখনও জানা যায়নি। আমরা তদন্ত করছি বলে তিনি জানান।

আরো পড়ুন