বুড়িচং দেবপুরে এজেন্ট ব্যাংক এশিয়ার শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের দেবপুর বাজারে ব্যাংক এশিয়ার আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহা পরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, কুমিল্লাস্থ মীম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুন নাহার মুক্তা এবং পরিচালনা করেন ব্যাংক এশিয়ার কুমিল্লা জোনের সুপার ভাইজার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বারের সাবেক সাধারন সম্পাদক, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (হেড অব এজেন্ট ব্যাংকিং) ব্যাংক এশিয়ার মোঃ আহসানুল আলম, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট (হেব অব ব্রাঞ্চ) কুমিল্লার মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, এজেন্ট ব্যাংকিং এশিয়ার, রিজুনাল ম্যানেজার মোঃ একরাম হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী এবং ব্যাংক এশিয়ার ভাড়াটে মালিক খাদিজা রহমান দোলা।
আরো বক্তব্য রাখেন মর্ডান হারবালের উপদেষ্টা মোঃ তারিক বিন হোসেন, স্থানীয় ব্যাংক এজেন্ট শাখার সিএসও রিয়াদ হাসান সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন বাদল, সিএসও মোঃ জহিরুল ইসলাম কাইয়ুম, ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মোঃ ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, অ্যাডঃ একেএম রেজাউল করিম, ইউপি সদস্য আঃ জলিল, মিজানুর রহমান মাষ্টার। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।