কুমিল্লা বরুড়ায় গণপিটুনিতে চোরের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বরুড়া উপজেলায় গণপিটুনিতে জামাল হোসেন (৩৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজী গ্রামের আম্বর আলীর ছেলে জামাল হোসেন দীঘলগাঁও গ্রামের কামাল হোসেন, আব্দুর রশিদ ও আবু তাহেরের বসত ঘরে সিধকেটে চুরি করে পালানোর সময় রাত প্রায় ১টার দিকে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে ওই গ্রামের ঈদগাহ মাঠে ফেলে রাখে। শুক্রবার সকাল ৭টায় গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ।
বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্রঃ মানবকণ্ঠ