আজকের শিক্ষার্থীরাই গড়বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ
আকবর হোসেনঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই গড়বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ। তাই শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি দেশের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। শুধু লেখাপড়া শিখলে হবে না। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশ বিশ্বে মডেল স্থাপন করেছে। শতভাগ ছাত্র-ছাত্রী স্কুলে যাচ্ছে। বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। মেয়েদের শিক্ষায় উপবৃত্তি দেয়া হচ্ছে। পাশের হার এবং জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার গুণগত মান উন্নত হয়েছে। এদেশে যেকোন ছেলে-মেয়ে এখন যেকোন দেশে গিয়ে প্রতিযোগিতা করতে পারছে। তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে পারছে। এ গৌরব, এ অর্জন এদেশের মানুষের এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।
শনিবার ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত ভিশন ২০৪১ বাস্তবায়নে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদেরকে মানবীয় গুণ অর্জন করে ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। এছাড়াও তিনি উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তির পাশাপাশি শিক্ষার্থীদেরকে ইতিহাস-ঐতিহ্য চর্চার আহ্বান জানান। ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ অহিদ উল্লাহ মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ এনায়েত উল্লাহ এফসিএ, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুল কাদের মিলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লায়ন ওসমান গণি ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা সাবেক চেয়ারম্যান মেজর হাবিবুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, নারায়নগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়-বন ও কৃষি বিষয়ক উপ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বদিউল আলম ওয়াসিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ লুৎফর রহমান, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহ জাহান ভূঁইয়া শামীম, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম, সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু পলাশ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি কাউছার হামিদ, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রাজু, ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মহি উদ্দিন মারুফসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়- ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন মোঃ মহসিন খাঁন স্বপন, হাজী মোঃ আজিম উদ্দিন, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মন্নান মনু, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সহ সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সহ সভাপতি শফিকুর রহমান তালুকদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক লায়ন গাজী গোলাম সারোয়ার, সদস্য লায়ন হারুন অর রশিদ, চেয়ারম্যান ইকবাল হোসেন, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডা. আবদুল্লাহ তারিক ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুবলীগ নেতা আবুল বাশার, গিয়াস উদ্দিন জিতুসহ আরো অনেকে।