কুমিল্লা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের উপলক্ষে মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্কুলের অডিটরিয়ামে এই মিলাদ দোয়ার আয়োজন করা হয়। কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব এ কে এম সাহাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা শিক্ষাবোর্ডর উপ-বিদ্যালয় পরিদর্শক মো. জাহিদুল হক, ৩নং দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল হক ও কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. শহিদুল ইসলাম চপল। এর আগে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য লেখাপড়ায় মনোনিবেশ হতে হবে। ভালো ফলাফলসহ জিপিএ-৫ পেতে হবে। ফলাফলের উপরই একটা প্রতিষ্ঠানের সাফল্যতা নির্ভর করে। কোন ক্রমেই পরীক্ষা হলে নকল নিয়ে যাওয়া যাবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর। তিনি আরো বলেন, এ বিদ্যালয়ের ফলাফল বিগত দিনে অত্যন্ত সন্তোষজনক। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এড. মো.আমিনুল ইসলাম টুটুল অত্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।