কুমিল্লায় বন-রুটির লোভ দেখিয়ে শিশু ধর্ষনের চেষ্ঠা, আটক ১
মো. জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচংয়ের পশ্চিমসিংহ এলাকায় বন-রুটির লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা চালায় কাজী ইউনুস (৫৫) নামে এক লম্পট। এ ঘটনায় থানায় মামলা দায়ের পূর্বক রোববার রাতে পুলিশ আসামী ইউনুসকে আটক করে গতকাল সোমবার কুমিল্লা আদালতে প্রেরণ করেছেন।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিমসিংহ (মোল্লা বাড়ীর) এলাকায় মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা স্কুলেন প্লে শ্রেণির ছাত্রী (৫) তাঁর বাড়ীর উঠানে খেলা করছিল। এসময় পাশের বাড়ীর মৃত কালা মিয়ার ছেলে কাজী ইউনুস (৫৫) তাঁকে দোকান থেকে বন-রুটি কিনে দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত জমিতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসম শিশুটি চিৎকার করলে লম্পট ইউনুস শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি বাড়ীতে গিয়ে তাঁর মায়ের কাছে ঘটনাটি বলে। পরে পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার রাতে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে, মামলা নং ৩।
মামলার প্রেক্ষিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস.আই মোহাম্মদ শাহীন কাদির রোববার রাতে অভিযান চালিয়ে পশ্চিমসিংহ এলাকা থেকে মামলার আসামী কাজী ইউনুস’কে আটক করে। পুলিশ আটককৃত আসামীকে গতকাল সোমবার কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।